
নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’ অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নিলেন। এটি তাঁর মন কি বাতের ১২৯ তম পর্ব| মন কি বাত অনুষ্ঠানে তিনি কচ্ছের রন উৎসবের উল্লেখ করেন| তিনি বলেন, এক উৎসব এখন কচ্ছের রনে চলছে। এবছর ২৩ নভেম্বর শুরু হয়ে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে। এখানে কচ্ছের লোকসংস্কৃতি, লোকসংগীত, নৃত্য আর হস্তশিল্পের বৈচিত্র আপনি দেখতে পাবেন। কচ্ছের শুভ্র রনের সৌন্দর্য দেখাটাই এক সুখের অনুভূতি। রাতের বেলা যখন শুভ্র রনে জ্যোৎস্না ছড়িয়ে পড়ে সেই দৃশ্য মনমুগ্ধ করে দেওয়ার মত। রন উৎসবের টেন্ট সিটি ভীষণ জনপ্রিয়। গত এক মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও দু লক্ষের বেশি মানুষ এই রন উৎসবে অংশ নিয়েছেন। তিনি আহবান জানান, যখনই সুযোগ পাওয়া যাবে এই ধরনের উৎসবে অবশ্যই অংশগ্রহণ করার এবং ভারতের বৈচিত্রের আনন্দ উপভোগ করার।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ