
অযোধ্যা, ২৮ ডিসেম্বর (হি.স.): রবিবার অযোধ্যা পৌঁছেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু| শ্রী রাম জন্মভূমি মন্দিরে ভগবান রাম লালার পূজার্চনার জন্য তিনি এদিন অযোধ্যা আসেন। মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরে কৃষিমন্ত্রী সূর্য প্রতাপ শাহী এবং জেলাশাসক তাঁকে স্বাগত জানান। সেখান থেকে তিনি রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা হন।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর শ্রী রাম জন্মভূমি মন্দিরে প্রায় তিন ঘন্টা থাকার কথা| তিনি মন্দির পরিদর্শন করে মন্দিরের নির্মাণশৈলী পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে। রাম মন্দিরের প্রতিষ্ঠা দ্বাদশী উপলক্ষে অনুষ্ঠিত ধর্মীয় আচার-অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু| এদিনই তাঁর অন্ধ্রপ্রদেশে ফিরে যাওয়ার কথা|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ