কবি জসিন্তা কেরকেট্টা পেলেন 'অজ্ঞেয় শব্দ সৃজন সম্মান'
- শিক্ষাবিদ প্রভাশঙ্কর প্রেমী দক্ষিণ ভারতে হিন্দিতে সাহিত্যচর্চার জন্য পুরস্কৃত হলেন বেঙ্গালুরু, ২৮ ডিসেম্বর (হি.স.): রবিবার দক্ষিণ ভারতের প্রখ্যাত সাহিত্য সংগঠন ''শব্দ'' দ্বারা সম্মানিত হলেন ঝাড়খণ্ডের কবি জসিন্তা কেরকেট্টা| তাঁকে ''অজ্ঞেয় শ

সম্মান প্রদান অনুষ্ঠান

- শিক্ষাবিদ প্রভাশঙ্কর প্রেমী দক্ষিণ ভারতে হিন্দিতে সাহিত্যচর্চার জন্য পুরস্কৃত হলেন

বেঙ্গালুরু, ২৮ ডিসেম্বর (হি.স.): রবিবার দক্ষিণ ভারতের প্রখ্যাত সাহিত্য সংগঠন 'শব্দ' দ্বারা সম্মানিত হলেন ঝাড়খণ্ডের কবি জসিন্তা কেরকেট্টা| তাঁকে 'অজ্ঞেয় শব্দ সৃজন সম্মান' প্রদান করা হয়। এর পুরস্কার মূল্য এক লক্ষ টাকা| বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সংস্থার ২৮-তম বার্ষিকীর উৎসব তথা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। এই উপলক্ষে দক্ষিণ ভারতে হিন্দিতে সাহিত্যচর্চার জন্য 'দক্ষিণ ভারত শব্দ হিন্দি সেবী সম্মান' প্রদান করা হয় প্রখ্যাত শিক্ষাবিদ ও বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক টি.জি. প্রভাশঙ্কর প্রেমীকে| এই পুরস্কারের মূল্য ২৫ হাজার টাকা| নগদ পুরস্কার ছাড়াও অঙ্গবস্ত্র, স্মারক, শংসাপত্র এবং শ্রীফল দেওয়া হয়|

অজ্ঞেয় শব্দ সৃজন সম্মান গ্রহণ করে ঝাড়খণ্ডের কবি জসিন্তা কেরকেট্টা বলেন, এই সম্মান প্রদানের মাধ্যমে শব্দ সংস্থা জনজাতি গৌরব এবং প্রান্তজনের কবিতাকে সম্মানিত করেছে। শিক্ষাবিদ ডঃ টি.জি. প্রভাশঙ্কর প্রেমী দক্ষিণ ভারত শব্দ হিন্দি সেবী সম্মান গ্রহণ করে বলেন, প্রতিটি ভাষাভাষী সম্প্রদায় এর মানুষ তার নিজস্ব ভাষার প্রতি সংবেদনশীল। ভারতের বহুভাষিকতা বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে শক্তিশালী করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের প্রাক্তন সাংস্কৃতিক দূত চিরঞ্জীব সিং| তিনি বলেন, সাহিত্য হল জীবনের প্রকাশ এবং কবিতা হল মানব সভ্যতার উৎকর্ষের গাথা। প্রকৃত সাহিত্য হল সেটাই, যাতে জীবন স্পন্দিত হয়। সর্বোত্তম প্রকাশ কবিতায় পাওয়া যায়| অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি ডঃ শ্রীনারায়ণ সমীর তাঁর স্বাগত ভাষণে বলেন, শব্দ পুরস্কারের লক্ষ্য হল সাহিত্য ও সাহিত্যিকদের সমাজের চিন্তাভাবনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা এবং তাঁদের সম্মান জানানো। দক্ষিণের এই প্রচেষ্টা যদি উত্তরের উদ্ভাবনকে শক্তিশালী করতে সফল হয়, তাহলে আমরা আমাদের প্রচেষ্টাকে সফল বলে মনে করব।

অজ্ঞেয় শব্দ সৃজন সম্মান সমাজকর্মী এবং অজ্ঞেয় সাহিত্যের অনুরাগী বাবুলাল গুপ্তের ফাউন্ডেশন এর তরফে উপস্থাপন করা হয়| আর দক্ষিণ ভারত শব্দ হিন্দি সেবী সম্মান বেঙ্গালুরু এবং চেন্নাই থেকে প্রকাশিত হিন্দি দৈনিক দক্ষিণ ভারত রাষ্ট্রমত কর্তৃক প্রদান করা হয়। এই উপলক্ষে শব্দ-র সদস্য তরুণ কবি দীপক সোপোরির পিরিয়ো কী পীর কবিতা সংকলনও প্রকাশিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন শব্দের সম্পাদক ডঃ উষারাণী রাও এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের সঞ্চালক শ্রীকান্ত শর্মা। অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে কবি সম্মেলনের সভাপতিত্ব করেন গীতিকার আনন্দ মোহন ঝা এবং পরিচালনা করেন গজল শিল্পী বিদ্যা কৃষ্ণ। শব্দ-র কবিদের কবিতাপাঠ উপভোগ করেন শ্রোতারা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande