
কারওয়ার, ২৮ ডিসেম্বর (হি.স.): রবিবার ভারতীয় নৌবাহিনীর ফ্রন্টলাইন সাবমেরিন আইএনএস ভাগশির-এ একটি যাত্রায় অংশ নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি সাবমেরিনে যাত্রা করলেন। এর আগে ২০০৬ সালের ফেব্রুয়ারিতে এপিজে আবদুল কালাম প্রথম রাষ্ট্রপতি হিসেবে সাবমেরিনে যাত্রার অভিজ্ঞতা লাভ করেছিলেন।
এদিন কর্নাটকের কারওয়ার নৌঘাঁটি থেকে কালভারি বিভাগের সাবমেরিনে যাত্রার সময়ে রাষ্ট্রপতির সঙ্গে সফরসঙ্গী ছিলেন নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ