গৃহবন্দি শ্রীনগরের সাংসদ আগা রুহুল্লাহ মেহদি
শ্রীনগর, ২৮ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে সংরক্ষণ নীতি পরিবর্তনের দাবিতে ছাত্র বিক্ষোভে যোগ দেওয়ার আগে গৃহবন্দি করা হল ন্যাশনাল কনফারেন্সের সাংসদ আগা রুহুল্লাহ মেহদিকে। রবিবার তাঁর বদগামের বাসভবনের সামনে পুলিশ মোতায়েন করে ফটক আটকে দেওয়া হয়। শ্
গৃহবন্দি শ্রীনগরের সাংসদ আগা রুহুল্লাহ মেহদি


শ্রীনগর, ২৮ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে সংরক্ষণ নীতি পরিবর্তনের দাবিতে ছাত্র বিক্ষোভে যোগ দেওয়ার আগে গৃহবন্দি করা হল ন্যাশনাল কনফারেন্সের সাংসদ আগা রুহুল্লাহ মেহদিকে। রবিবার তাঁর বদগামের বাসভবনের সামনে পুলিশ মোতায়েন করে ফটক আটকে দেওয়া হয়। শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ নিজেই তাঁর গৃহবন্দি হওয়ার খবর নিশ্চিত করেছেন। এই আন্দোলনকে কেন্দ্র করে ক্ষমতাসীন ন্যাশনাল কনফারেন্সের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে। দল এই বিক্ষোভকে 'ভ্রান্ত' বলে অভিহিত করলেও সাংসদ রুহুল্লাহ সরাসরি এর সমর্থনে নেমেছেন। ন্যাশনাল কনফারেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জম্মু ও কাশ্মীর মন্ত্রিসভা ইতিমধ্যেই একটি নতুন সংরক্ষণ নীতি অনুমোদন করেছে। কিন্তু সেটি গত এক মাস ধরে উপরাজ্যপালের দফতরে পড়ে আছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande