
সিডনি, ২৮ ডিসেম্বর(হি.স.): ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অব ফেমে জায়গা পেলেন ব্রেট লি। এই পেসার জনপ্রিয় ছিলেন তার গতির জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি সর্বোচ্চ ১৬১.১ কিলোমিটার গতিতে বল করতেন।
ব্রেট লি অস্ট্রেলিয়ার হল অব ফেমে জায়গা পেয়েছেন ৬৫তম ক্রিকেটার হিসেবে। ১৯৯৬ সাল থেকে শুরু হয়েছে হল অব ফেমের রীতি। লির আগে স্থান করে নিয়েছেন মাইকেল ক্লার্ক, ডন ব্রাডম্যান, ডেনিস লিলি, স্টিভ ওয়াহ, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, মার্ক ওয়াহ, ম্যাথু হেইডেন ও রিকি পন্টিংয়ের মতো ক্রিকেটাররা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি