প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় মৃত্যু অভিজ্ঞ পাইলটের
ধর্মশালা, ২৮ ডিসেম্বর (হি.স.): হিমাচল প্রদেশে প্যারাগ্লাইডিং করার সময়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক অভিজ্ঞ পাইলটের। মৃত পাইলটের নাম মোহন সিং। তাঁর সঙ্গে একজন পর্যটকও ছিলেন। টেক-অফের কিছুক্ষণ পরেই প্যারাগ্লাইডারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নি
প্যারাগ্লাইডিং


ধর্মশালা, ২৮ ডিসেম্বর (হি.স.): হিমাচল প্রদেশে প্যারাগ্লাইডিং করার সময়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক অভিজ্ঞ পাইলটের। মৃত পাইলটের নাম মোহন সিং। তাঁর সঙ্গে একজন পর্যটকও ছিলেন। টেক-অফের কিছুক্ষণ পরেই প্যারাগ্লাইডারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে রাস্তায় আছড়ে পড়ে। বর্তমানে পর্যটক হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, মোহন সিং মান্ডি জেলার বারোটের বাসিন্দা ছিলেন। শুক্রবার সন্ধ্যারাতে হিমাচল প্রদেশের কাংড়া জেলায় বীর বিলিং-এ প্যারাগ্লাইডিং করার সময়ে দুর্ঘটনাটি ঘটে। তবে ঘটনাটি প্রকাশ্যে আসে শনিবার| বীর বিলিং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশনের কর্তারা জানিয়েছেন, টেক অফের কিছুক্ষণ পরে মাঝ-আকাশেই প্যারাগ্লাইডারটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। সেই সময়ে পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর পরে প্যারাগ্লাইডারটি পাইলট ও একজন যাত্রীকে নিয়ে সোজা পাহাড়ের নিচের রাস্তায় গিয়ে আছড়ে পড়ে। দুর্ঘটনায় পাইলট মোহন সিং গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যেই পুলিশ মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande