
গুয়াহাটি, ২৯ ডিসেম্বর (হি.স.) : একদিনের ঝটিকা অসম সফর শেষ করে দিল্লির উদ্দেশে যাত্ৰা করেছেন কেন্দ্ৰীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ।
আজ সোমবার সকাল এগারোটায় গুয়াহাটি বিমানবন্দরে অবতরণ করে সোজা চলে যান নগাঁও জেলার অন্তৰ্গত বড়দোয়ায়। অসমে বৈষ্ণব ধর্মের প্রবর্তক, বৈষ্ণব শিরোমণি মহাপুরুষ শ্ৰীমন্ত শংকরদেবের জন্মস্থান বড়দোয়ায় নবনিৰ্মিত আধ্যাত্মিক ও সাংস্কৃতিক বটদ্ৰবা প্ৰকল্প 'শ্ৰীমন্ত শংকরদেব আবিৰ্ভাব ক্ষেত্ৰ'-এর উদ্বোধন করে এক বিশাল সমাবেশে ভাষণ দিয়েছেন শাহ।
বিকালের দিকে গুয়াহাটি এসে প্রথমে নবনির্মিত পুলিশ কমিশনারেট দফতর এবং একটি ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং একটি মোবাইল ফরেন্সিক ভ্যানও উদ্বোধন করেছেন তিনি।
এর পর তিনি উদ্বোধন করেছেন খানাপাড়ায় নবনিৰ্মিত জ্যোতি-বিষ্ণু সাংস্কৃতিক কমপ্লেক্স-এর। ওই অনুষ্ঠানে তিনি বক্তব্য পেশ করেছেন। এছাড়া বরাগাঁওয়ে নবনির্মিত শহিদ স্মারক ক্ষেত্রে গিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন অমিত শাহ।
এদিকে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে অমিত শাহকে অসমের জনগণের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘অসমের জনগণের পক্ষ থেকে আমি আদরনীয় অমিত শাহ-জির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। অমিত শাহ-জি আজ একটি ঘটনাবহুল দিন পালন করে গুয়াহাটি থেকে চলে গেছেন। আজ তিনি অসমের জনগণের জন্য বেশ কয়েকটি প্রকল্প উৎসর্গ করেছেন এবং আমাদের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’
দিল্লির উদ্দেশে যাত্রাকালে বিমানবন্দরে অমিত শাহকে বিদায় সংবর্ধনা জানিয়েছেন মুক্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল, বিজেপির অসম প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া সহ প্রশাসনিক শীর্ষ আধিকারিকগণ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস