
কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স.) : দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের ব্যবস্থাপনাতে ৩দিন ধরে - ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প সোমবার থেকে আরম্ভ হয়েছে।
ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের স্বায়ত্তশাসিত সংস্থা মেরা যুবা ভারত - দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের ব্যবস্থাপনায় জেলার যুবক - যুবতীদের নিয়েই এদিন থেকে তিনদিনব্যাপী ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প শুরু হয়েছে। বুটক্যাম্পের সূচনা করেন তপন বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বুধরাই টুডু। ভারত সরকারের মেরা যুবা ভারত (মাই ভারত) - দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের আধিকারিক সৌরভ বর্মন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট রাজেন্দ্র দাস ও মৌসুমী হালদার সহ অন্যান্য ব্যক্তিরা এই বুটক্যাম্পে উপস্থিত রয়েছেন। ওই বুটক্যাম্প ৩১ ডিসেম্বর, বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হবে। বুটক্যাম্পে ১৫ বছর থেকে ২৯ বছর বয়সী যুবক - যুবতীরা অংশগ্রহণ করেছে। জেলা থেকে ৩৫ জন যুব অংশগ্রহণ করেছে এই বুটক্যাম্পে। যারা হার্টফুলনেস, যুব নেতা, জন প্রতিনিধি এবং অন্যান্য ক্ষেত্রের বিশেষজ্ঞদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পাবেন। এই বুটক্যাম্পটি প্রধানমন্ত্রীর এক লক্ষ যুবক-যুবতীকে ভারতের রাজনৈতিক ভবিষ্যত আকার দেওয়ার আহ্বানের অনুপ্রেরণায় মূলতঃ অনুষ্ঠিত হচ্ছে। তিনদিনের আবাসিক ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প বালুরঘাটের দীপালিনগরে নেতাজী স্পোর্টিং ক্লাবের তৃতীয় তলায় তা আয়োজন করা হয়েছে। ৭২ ঘন্টা ধরেই চলবে ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প - এই প্রসঙ্গ জানিয়েছেন ভারত সরকারের মেরা যুবা ভারত (মাই ভারত) - দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের আধিকারিক সৌরভ বর্মন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত