বিজয় হাজারে ট্রফিতে চন্ডীগড়কে হারিয়ে বাংলার ৬ উইকেটে জয়
রাজকোট, ২৯ ডিসেম্বর (হি. স.) : বিজয় হাজারে ট্রফিতে ৬ উইকেটে বাংলার জয় এবং হারল চন্ডীগড়। সোমবারের খেলায় বাংলার সামনে জয়ের জন্য ৩২০ রানের লক্ষ্যমাত্রা রাখে চন্ডীগড়। এদিকে ১৪ বল বাকি থাকতেই বাংলা দল জয় পেয়েছে। উল্লেখ্য, ৩১৯ রানে চন্ডীগড়ের সকলেই
বাংলা - চন্ডীগড় খেলা, সেরা মুকেশ কুমার


রাজকোট, ২৯ ডিসেম্বর (হি. স.) : বিজয় হাজারে ট্রফিতে ৬ উইকেটে বাংলার জয় এবং হারল চন্ডীগড়। সোমবারের খেলায় বাংলার সামনে জয়ের জন্য ৩২০ রানের লক্ষ্যমাত্রা রাখে চন্ডীগড়। এদিকে ১৪ বল বাকি থাকতেই বাংলা দল জয় পেয়েছে। উল্লেখ্য, ৩১৯ রানে চন্ডীগড়ের সকলেই আউট হয়। অধিনায়ক মনন ভোরা - ১২৭ বলে ১২২ রান ও সান্যম সাইনির ৫৪ বলে ৬৭ রান করে। প্রসঙ্গত, দলের ৪৮ তম ওভারে বাংলার মুকেশ কুমার ১ম এবং ৫ম ও শেষ বলে তিন উইকেট তুলে নিয়েছে। এই প্রথম লিস্ট - 'এ' ক্রিকেটে কোনও খেলায় ৫ টি উইকেট সে তুলে নিয়েছে। মুকেশের অনবদ্য স্পেলের কারণেই কার্যতঃ ডেথ ওভার।

নিরঞ্জন শাহ স্টেডিয়ামে এদিনের খেলায় বাংলা দল ৪/৩২০ রান তুলে নিয়েছে। সেরা - মুকেশ কুমার। সে ১০ ওভারে ৫৯ রানে ৫ টি উইকেট নেয়। মহম্মদ শামি ৬৯ রানে ৩ টি উইকেট নেয়। শাহবাজ আহমেদ ৫১ রানে ২ টি উইকেট নিয়েছে। বাংলার নির্ভর যোগ্য ব্যাটসম্যান অভিষেক পোড়েল শতরানের ইনিংস উপহার দিয়েছে। এদিন ৮৪ বলে ১০৬ রান সে করেছে। শাহবাজ আহমেদ ৬১ বলে ৭৬ রানে সে অপরাজিত।

উল্লেখ্য, প্রথম খেলায় বাংলা দল বিদর্ভকে ৩ উইকেটে হারিয়েছে। দ্বিতীয় খেলায় বরোদার কাছে ৪ উইকেটে পরাজিত বাংলা। তৃতীয় খেলায় এদিন ফের জয়ে ফিরল। আগামী বুধবার পরের খেলায় বাংলার পরবর্তী প্রতিপক্ষ জম্মু ও কাশ্মীরে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande