অবসর নিলেন নিউ জিল্যান্ডের পেস অলরাউন্ডার ব্রেসওয়েল
ওয়েলিংটন, ২৯ ডিসেম্বর (হি.স.): থেমে গেলেন নিউ জিল্যান্ডের পেস অলরাউন্ডার ব্রেসওয়েল। সোমবার সব ধরনের ক্রিকেটকেই তিনি বিদায় বলে দিলেন। ২৮ টেস্ট, ২১ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি খেলে শেষ হলো তার আন্তর্জাতিক কেরিয়ার। উজ্জ্বলতম স্মৃতি ২০১১ সালের হোবার্ট টে
অবসর নিলেন নিউজিল্যান্ডের পেস অলরাউন্ডার ব্রেসওয়েল


ওয়েলিংটন, ২৯ ডিসেম্বর (হি.স.): থেমে গেলেন নিউ জিল্যান্ডের পেস অলরাউন্ডার ব্রেসওয়েল। সোমবার সব ধরনের ক্রিকেটকেই তিনি বিদায় বলে দিলেন।

২৮ টেস্ট, ২১ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি খেলে শেষ হলো তার আন্তর্জাতিক কেরিয়ার। উজ্জ্বলতম স্মৃতি ২০১১ সালের হোবার্ট টেস্ট। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন তিনি মাইকেল ক্লার্কের দলের বিপক্ষে। ২৬ বছরের মধ্যে অস্ট্রেলিয়াতে নিউ জিল্যান্ডের প্রথম টেস্ট জয় ছিল সেটি। এখনও পর্যন্ত সেটিই অস্ট্রেলিয়ার মাটিতে নিউ জিল্যান্ডের শেষ টেস্ট জয়।

আন্তর্জাতিক ক্রিকেটে তাকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটন টেস্টে। সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২২ সালে, সবশেষ টি-টোয়েন্টি ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে।

৭৪ উইকেট নিয়ে শেষ হলো তার টেস্ট কেরিয়ার। ওয়ানডে উইকেট পেয়েছেন ২৬টি, টি-টোয়েন্টিতে ২০টি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande