
কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স.): বিজয় হাজারে ট্রফিতে বাংলা ও চন্ডীগড় মুখোমুখি হয়েছে। প্রথম ব্যাটিংয়ে সোমবার মধ্যাহ্নে ৩১৯ রান সংগ্রহ করেছে চন্ডীগড়। সোমবার বাংলা টসে জিতে সকালের দিকে ফিল্ডিং বেছে নেয়। এবং বিপক্ষের দলকে প্রথম ব্যাটিংয়ের জন্যে ডেকে পাঠানো হয়। সেই মত চন্ডীগড় ব্যাট করতে থাকে। এদিনের খেলায় উল্লেখযোগ্য, অল রাউন্ডার বিশাল ভাট্টির অভিষেক হয়েছে। শাহবাজ আহমেদ ও আমীর গনি তাঁকে স্টেডিয়ামে স্বাগত জানাতে সিএবি-র টুপি উপহার হিসেবে আগাম তুলে দেওয়া হয়েছে। এর আগাম প্রস্তুতি ছিল। বিজয় হাজারে ট্রফিতে এদিনের খেলায় জয়ের দিকেই বাংলা এখন তাকিয়ে রয়েছে। বাংলা দলের প্রথম একাদশে - অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আহমেদ, অনুষ্টুপ মজুমদার, সুমন্ত গুপ্ত, বিকাশ ভাট্টি, করণ লাল, আকাশদীপ, মহম্মদ শামি ও মুকেশ কুমার। এদিকে, সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বাংলার বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভার পর্যন্ত খেলতে ব্যর্থ চন্ডীগড়। দুই ওভার আগেই অল আউট। স্কোর বোর্ডের হিসেবে - ৪৮ ওভারে ৩১৯ রানে চন্ডীগড়ের সকলেই আউট হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত