
শ্রীনগর, ২৯ ডিসেম্বর (হি.স.): রবিবার রাতে উপত্যকার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় কাশ্মীরে নতুন করে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। রবিবার রাতে শ্রীনগর শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা বছরের এই সময়ের স্বাভাবিকের চেয়ে ৩.৪ ডিগ্রি বেশি। গুলমার্গে ছিল উপত্যকার সবচেয়ে ঠান্ডা, পারদ নেমেছিল মাইনাস ২.২ ডিগ্রি সেলসিয়াসে। তবে, সেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি ছিল। দক্ষিণ কাশ্মীরের পর্যটন কেন্দ্র পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১.৮ ছিল, যেটা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি বেশি। কাজিগুন্ডে সর্বনিম্ন তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস ছিল। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার মাঝারি তুষারপাতের সম্ভাবনা আছে। বুধ ও বৃহস্পতিবার আবহাওয়া মেঘলা থাকার সম্ভাবনা। উঁচু অঞ্চলে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। আবহাওয়ার এই পূর্বাভাসে খুশি ওখানে বেড়াতে যাওয়া বহু পর্যটক|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ