
কটক (ওড়িশা), ২৯ ডিসেম্বর (হি. স.) : অনূর্ধ্ব - ১৬, বিজয় মার্চেন্ট ট্রফিতে রানের পাহাড়ে বাংলা দল। মণিপুরের বিরুদ্ধেই দাপট অব্যাহত। এদিকে, দিনের শেষে উল্লেখযোগ্য ঘটনা - তুফান রায়ের অপরাজিত দ্বিশতরান। এরপর সেঞ্চুরি সৌহার্দ্যরও, বিজয় মার্চেন্ট ট্রফিতে বিপক্ষে মণিপুর।অন্যদিকে, কটকের রাভেনশ ইউনিভার্সিটি গ্রাউন্ডে-১- এ মণিপুর টসে জিতে ফিল্ডিং নেয়। প্রাথমিক ধাক্কা কাটিয়ে বাংলা বড় রান তুলতে সমর্থ হয়েছে। ওপেনার তুফান রায় ও তিন নম্বরে নেমে সৌহার্দ্য নিয়োগী দ্বিতীয় উইকেট জুটিতে ৪৪৪ বলে ৩৬২ রান যোগ করে। সৌহার্দ্য ২১৮ বলে ১৮৪ রান করে। ২২টি বাউন্ডারি ও তিনটি ছক্কার সাহায্যে ২৬৫ বলে ২০৫ রানে অপরাজিত তুফান রায়।
প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৯০ ওভারে ৬ উইকেটে ৪৫২। অধিনায়ক রাজেশ মণ্ডল ২৭ বলে ৪১, রাম সেন - ১, প্রবীণ ছেত্রী - ১, সায়ক জানা - ১২, আকাশ যাদব - ৪৮ রান করে আউট হয়েছে । উইকেটকিপার অতনু নস্কর ৫ বলে ৩ রানে অপরাজিত। বুশ সাগোলসেম, রোজের, স্বাভিমান ও চিংগাম্বা একটি করে উইকেট পেয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত