ভুয়ো ঘি ও নুনের বড় চক্রের পর্দাফাঁস, গ্রেফতার চার জন
নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.): ভুয়ো খাদ্যপণ্যের চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (ইস্টার্ন রেঞ্জ–১)। এই অভিযানে চার জনকে গ্রেফতার করে বিপুল পরিমাণ নকল ঘি, নকল নুন ও বিভিন্ন নামী ব্র্যান্ডের ভুয়ো গৃহস্থালির পণ্য উদ্ধার করা হয়ে
ভুয়ো ঘি ও নুনের বড় চক্রের পর্দাফাঁস, গ্রেফতার চার জন


নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.): ভুয়ো খাদ্যপণ্যের চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (ইস্টার্ন রেঞ্জ–১)। এই অভিযানে চার জনকে গ্রেফতার করে বিপুল পরিমাণ নকল ঘি, নকল নুন ও বিভিন্ন নামী ব্র্যান্ডের ভুয়ো গৃহস্থালির পণ্য উদ্ধার করা হয়েছে।

বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা দীর্ঘদিন ধরে দিল্লি-এনসিআর এলাকায় সক্রিয় ছিল এবং কম দামে ভুয়ো পণ্য বাজারে ছড়িয়ে কোটি টাকার অবৈধ মুনাফা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে ২৯ ডিসেম্বর উত্তম নগর এলাকায় অভিযান চালানো হয়। মেট্রো পিলার নম্বর ৬৮০ সংলগ্ন এলাকা থেকে নিতিন কুমার, রজত সিঙ্ঘল ওরফে চিন্টু, সুরেন্দ্র গুর্জর এবং মুজাহিদ ওরফে কার্তিককে গ্রেফতার করা হয়।

পুলিশের জেরায় ধৃত নিতিন কুমার জানান, কাঞ্জাওলা শিল্পাঞ্চলে অবৈধভাবে নকল ঘি তৈরির কারখানা চালানো হচ্ছিল। সেখানে অভিযান চালিয়ে ঘি তৈরির ও প্যাকিংয়ের মেশিন, নকল মোড়ক, খালি টিন ও ভেজাল কাঁচামাল বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া নীলোঠি এক্সটেনশন ও নিহাল বিহার এলাকায় নকল নুন পুনরায় প্যাকেটজাত করার আরেকটি কেন্দ্রের হদিশ পাওয়া গেছে।

এদিন দিল্লি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য সদস্য ও বাজারজাতকরণ নেটওয়ার্কের খোঁজে তদন্ত চলছে। পুলিশ স্পষ্ট করেছে, ভুয়ো খাদ্য ও গৃহস্থালি পণ্যের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande