
কলকাতা, ৩১ ডিসেম্বর (হি. স.) : বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের - বিধায়ক তহবিলের অর্থানুকূল্যে লিলুয়ার সিলভার জুবিলী হাসপাতালে ইউএসজি পরিষেবার সূচনা করেন ডা. রানা চ্যাটার্জি।
হাওড়ার লিলুয়া অঞ্চলের মানুষের সুবিধার্থে বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে সিলভার জুবিলি হাসপাতালে প্রায় ১১ বছর পর পুনরায় চালু হলো ইউএসজি পরিষেবা। বাজার চলতি বিভিন্ন প্যাথলজি সেন্টারের চেয়ে অনেক কম খরচে স্বল্প মূল্যে এই হাসপাতাল থেকে ইউএসডি পরিষেবা পাবেন সাধারণ মানুষ। বুধবার এই পরিষেবা উদ্বোধনের পর বালি কেন্দ্রের বিধায়ক তথা বালি পৌরসভার মুখ্য প্রশাসক ডা. রানা চ্যাটার্জি এই প্রসঙ্গে বলেছেন, ইউএসজি পরিষেবা ফের চালু করা হোক। এলাকার মানুষের দীর্ঘদিনের ওই দাবি ছিল। এটি চালু হওয়ায় তাঁদের খুব সুবিধা হবে। ওই পরিষেবা দীর্ঘ প্রায় ১১ বছর ধরে বন্ধ ছিল। লিলুয়া অঞ্চলের প্রান্তিক মানুষদের বিশেষ করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই পরিষবায় খুব সুবিধা হবে।
উল্লেখ্য, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে নিয়ে চলেছেন তার সঙ্গে সাজুয্য রেখেই বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ সাহায্যে ওই পরিষেবা এদিন থেকে জনসাধারণের জন্যে উন্মুক্ত করে দেওয়া হল। ২ জন চিকিৎসক এর দায়িত্বে রয়েছেন। কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখছি ভবিষ্যতে সপ্তাহে অন্তত ৩দিন ওই পরিষেবা চালু রাখতে। আপাতত ২ দিন চালু থাকছে ওই পরিষেবা। অভিজ্ঞ চিকিৎসকদের সাহায্যে পরিষেবা স্থানীয়দের মিলবে। অত্যন্ত স্বল্পমূল্যেই তা পাওয়া যাবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত