
কলকাতা, ৩১ ডিসেম্বর (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে পশ্চিমবঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার রাজ্য সফরের শেষ দিন দিল্লি রওনার আগে কলকাতার ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন মন্দিরে পৌঁছানোর আগে, দলীয় নেতা, কর্মী, দলের সাংসদ, বিধায়কদের সঙ্গে সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিশেষ বৈঠক করেন তিনি।সেখানে দলের সাংগঠনিক ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হয়। এরপর বৈঠক শেষে প্রায় ৩০০ বছরের পুরানো ঠনঠনিয়া কালী মন্দিরে বিকেল ৩.৪৫ মিনিটে পৌঁছান শাহ। এই সময় তাঁর যাত্রাপথে কলেজ স্ট্রিটে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন রাজ্য কংগ্রেস কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, পুলিশ ঘটনাস্থলে ব্যারিকেড তৈরি করে এবং বিক্ষোভকারীদের মন্দিরের কাছে যেতে বাধা দেয়। ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে অমিত শাহ সরাসরি বিমানবন্দরে যান, সেখান থেকে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হন।
হিন্দুস্থান সমাচার / সোনালি