
পূর্ব মেদিনীপুর, ৩১ ডিসেম্বর (হি.স.) : অতিরিক্ত কাজের বোঝা চাপানো, চার মাসের ইনসেন্টিভ ও এক বছরের পি.এল.আই.-এর বকেয়া পরিশোধ না হওয়া, মাসিক ভাতা ১৫ হাজার টাকা করা এবং কর্মরত অবস্থায় আশাকর্মীর মৃত্যু হলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ-সহ একাধিক দাবিতে গত ২৩ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে শামিল হয়েছেন রাজ্যের আশাকর্মীরা। বুধবার কর্মবিরতির নবম দিনে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে ব্লকে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা।
পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে এদিন আশাকর্মীরা সেন্টারে না গিয়ে বিডিও অফিস ও ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র (বিপিএইচসি)-র সামনে অবস্থান বিক্ষোভে অংশ নেন। বছরের শেষ দিনে জেলার তমলুক, শহিদ মাতঙ্গিনী, ময়না, চণ্ডীপুর ও এগরা-২ ব্লক-সহ একাধিক এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সভানেত্রী কৃষ্ণা প্রধান। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদিকা ইতি মাইতি, জেলা সভানেত্রী শ্রাবন্তী মণ্ডল, সহ-সভানেত্রী ঝুমা মাইতি, রাজ্য কমিটির সদস্যা অনিমা আদক বেরা, মধুছন্দা বেরা প্রমুখ।
জেলা সভানেত্রী শ্রাবন্তী মণ্ডল বলেন,“যতদিন না আমাদের ন্যায্য দাবি আদায় হবে, ততদিন কর্মবিরতি চলবে।”
তিনি আগামী ৭ জানুয়ারি সকল আশাকর্মীকে স্বাস্থ্য ভবনে যাওয়ার আহ্বান জানান।
হিন্দুস্থান সমাচার / জুলফিকার আলি