কড়া বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের
কলকাতা, ৩১ ডিসেম্বর (হি.স.): কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। সম্প্রতি পুলিশের কাছে দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বুধবার সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে পোস্ট করে মুখ্য নির্বা
কড়া বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের


কলকাতা, ৩১ ডিসেম্বর (হি.স.): কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। সম্প্রতি পুলিশের কাছে দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। বুধবার সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে পোস্ট করে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই আধিকারিকদের উপর চাপ তৈরির চেষ্টা চলছে, যাঁরা সাংবিধানিক দায়িত্বে এসআইআর পরিচালনা করছেন। গোটা নির্বাচনী আধিকারিকদের ভয় দেখিয়ে এসআইআর বানচাল করার চেষ্টা হচ্ছে। সিইও কার্যালয় মনে করিয়ে দিয়েছে, প্রশাসনিক কর্তারা জনস্বার্থে কাজ করতে দায়বদ্ধ। ফলে সব চক্রান্তের নেপথ্যে কারা রয়েছে, তা খুঁজে বের করা হবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande