রাজস্থানে মকর সংক্রান্তিতে চাইনিজ মাঞ্জা ব্যবহারে নিষেধাজ্ঞা
বিকানের, ৩১ ডিসেম্বর (হি.স.): মকর সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি ওড়ানোর সময় ‘চাইনিজ মাঞ্জা’ ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার জেলা শাসক নম্রতা বৃষ্ণি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩–এর ১৬৩ ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এ
রাজস্থানে চাইনিজ সুতো ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা,মকর সংক্রান্তিতে জেলা প্রশাসনের কড়া নির্দেশ


বিকানের, ৩১ ডিসেম্বর (হি.স.): মকর সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি ওড়ানোর সময় ‘চাইনিজ মাঞ্জা’ ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার জেলা শাসক নম্রতা বৃষ্ণি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩–এর ১৬৩ ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এই নিষেধাজ্ঞার নির্দেশ জারি করেছেন।

এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধাতব মিশ্রণে তৈরি এই সুতো অত্যন্ত ধারালো ও বিদ্যুৎ পরিবাহী হওয়ায় সাইকেল আরোহী, বাইকচালক, পথচারী এবং পাখিদের জন্য মারাত্মক বিপদের কারণ হয়ে উঠছে। পাশাপাশি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে বিদ্যুৎ বিভ্রাট ও দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়।

এই প্রেক্ষিতে নাইলন, প্লাস্টিক বা সিন্থেটিক উপাদানে তৈরি, কাচের গুঁড়ো বা ধাতব পাউডার দিয়ে প্রলেপ দেওয়া সব ধরনের অ-বায়োডিগ্রেডেবল ‘চাইনিজ মাঞ্জা’-র উৎপাদন, মজুত, পরিবহণ, বিক্রয় ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

এছাড়া পাখিদের কথা বিবেচনা করে প্রতিদিন সকাল ৬টা থেকে ৮টা এবং বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত ঘুড়ি ওড়ানোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande