বর্ষশেষে রাজস্থানে আটক ১৫০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি
টঙ্ক, ৩১ ডিসেম্বর (হি.স.): বছর শেষের দিনে রাজস্থানে ছড়াল আতঙ্ক। বুধবার সকালে রাজস্থানের টঙ্ক জেলা থেকে আটক করা হলো বিপুল বিস্ফোরক বোঝাই একটি গাড়ি। এই ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দুজনেরই নাম সুরেন্দ্র বলে জানিয়েছে পুলিশ| পুলিশ আধিকারিক
বর্ষশেষে রাজস্থানে আটক ১৫০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি


টঙ্ক, ৩১ ডিসেম্বর (হি.স.): বছর শেষের দিনে রাজস্থানে ছড়াল আতঙ্ক। বুধবার সকালে রাজস্থানের টঙ্ক জেলা থেকে আটক করা হলো বিপুল বিস্ফোরক বোঝাই একটি গাড়ি। এই ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দুজনেরই নাম সুরেন্দ্র বলে জানিয়েছে পুলিশ|

পুলিশ আধিকারিক মৃত্যুঞ্জয় মিশ্র বলেন, এদিন রাজস্থানের টঙ্কে একটি মারুতি সিয়াজ গাড়ি থেকে ইউরিয়া সারের বস্তায় লুকোনো ১৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট মেলে। এছাড়াও গাড়িটি থেকে প্রায় ২০০টি কার্তুজ এবং প্রায় ১,১০০ মিটারের ছয় বান্ডিল সেফটি ফিউজ তার পাওয়া গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande