
স্বরূপনগর, ৩১ ডিসেম্বর ( হি. স.) : উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার স্বরূপনগর ব্লকের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দহরখণ্ড ৮৬ নম্বর বুথে শুনানি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, ২৭ বছরের সারমিন সুলতানা বাংলাদেশের নাগরিক হয়েও ভারতীয় সাজানো বাবার নাম ব্যবহার করে একাধিক ভারতীয় নথিপত্র তৈরি করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সারমিনের প্রকৃত বাবা বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারুয়া থানার কেরাগাছী গ্রামের বাসিন্দা মফিজুল ইসলাম। ২০০৭ সালে তিনি স্বরূপনগরে এসে স্থানীয় যুবক ইসারুল মোল্লাকে বিয়ে করেন এবং এখানেই বসবাস শুরু করেন। অভিযোগ, এরপর দহরখণ্ডের বাসিন্দা আছিরউদ্দিন গাজীকে বাবা সাজিয়ে আধার, রেশন কার্ড, ভোটার কার্ড এমনকি পাসপোর্টও তৈরি করা হয়। সাম্প্রতিক এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম পূরণের সময় প্রকৃত বাবার বদলে সাজানো বাবার নাম দেওয়ায় ম্যাপিং ত্রুটি ধরা পড়ে।এই ত্রুটির কারণেই সারমিনকে বিডিও অফিসে শুনানির জন্য ডাকা হয়েছে। তবে তাঁর স্বামীকে ডাকা হয়নি। সাজানো বাবাকে প্রশ্ন করা হলে তিনি নিজের ‘মেয়ের’ নাম ও পরিবারের সদস্যসংখ্যা নিয়েই বিভ্রান্তিকর উত্তর দেন।স্বরূপনগরের বিডিও ধ্রুবজ্যোতি রায় জানান, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী নথিতে ত্রুটি থাকলে শুনানি করা বাধ্যতামূলক। সঠিক ম্যাপিং না হলে ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে বলেও তিনি স্পষ্ট করেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়