দিল্লিতে আবাসিক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বৃদ্ধ দম্পতির মৃত্যু
নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.) : দিল্লির জগৎপুরী এলাকায় বুধবার দুপুরে একটি আবাসিক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক দম্পতির মৃত্যু হয়েছে। হঠাৎ আগুন লাগার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও দমকল বিভাগের দুটি ইঞ্জিন দ্রুত ঘটন
নরেলার শিল্পাঞ্চলে জুতো কারখানায় অগ্নিকাণ্ড, চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন


নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.) : দিল্লির জগৎপুরী এলাকায় বুধবার দুপুরে একটি আবাসিক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক দম্পতির মৃত্যু হয়েছে। হঠাৎ আগুন লাগার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও দমকল বিভাগের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে।

দমকল বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিট নাগাদ জগৎপুরীর একটি বাড়িতে আগুন লাগার খবর আসে। ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা দেখতে পান, বাড়ির ভিতর গ্রাস করেছে আগুনের শিখা ও ঘন ধোঁয়ায় চারিদিক ঢেকে গেছে। যার ফলে ভিতরে আটকে পড়া বাসিন্দাদের প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই সময় স্থানীয় পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং ভিড় নিয়ন্ত্রণ করে, যাতে উদ্ধারকাজে কোনও বিঘ্ন না ঘটে। উদ্ধার অভিযানে দমকলকর্মীরা বাড়ির ভিতর থেকে এক মহিলা ও এক পুরুষকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন।

দু’জনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। মৃতদের পরিচয় প্রেম সাগর মালহোত্রা (৭৫) এবং তাঁর স্ত্রী আশা মালহোত্রা (৬৫) এবং বলে জানা গেছে।

এক পুলিশ আধিকারিক জানান, বুধবার দুপুর ১টা ৩৬ মিনিটে জগৎপুরী থানায় পিসিআর কলের মাধ্যমে আগুন লাগার খবর আসে। আগুনটি শিবপুরীর হাজারা পার্ক এলাকার ডি-৩৮, গলি নম্বর ৫-এ অবস্থিত প্রায় ৫০ গজের একটি বাড়ির প্রথম তলায় লাগে।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, প্রথম তলায় রাখা সিলিন্ডার বিস্ফোরণের ফলেই আগুন লাগতে পারে। ধোঁয়ায় শ্বাসরোধ হয়েই দম্পতির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে পুলিশ ও দমকল বিভাগ যৌথভাবে তদন্ত চালাচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande