গঙ্গাসাগর মেলা উপলক্ষে শিয়ালদহ এম-ইউটিএস ব্যবস্থার প্রস্তুতি পর্যালোচনা সিনিয়র ডি.সি.এম.-এর
কলকাতা, ৩১ ডিসেম্বর ( হি. স.) : বুধবার আসন্ন গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে যাত্রী ও তীর্থযাত্রীদের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে শিয়ালদহ রেলওয়ে স্টেশনে এম-ইউটিএস (মোবাইল আনরিজার্ভড টিকিটিং সিস্টেম) পরিচালনার প্রস্তুতি খতিয়ে দেখল
টিকিট চেকিং


কলকাতা, ৩১ ডিসেম্বর ( হি. স.) : বুধবার আসন্ন গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে যাত্রী ও তীর্থযাত্রীদের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে শিয়ালদহ রেলওয়ে স্টেশনে এম-ইউটিএস (মোবাইল আনরিজার্ভড টিকিটিং সিস্টেম) পরিচালনার প্রস্তুতি খতিয়ে দেখলেন সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (সিনিয়র ডি.সি.এম.), শিয়ালদহ শ্রী যসরাম মীণা।পরিদর্শনকালে তিনি এম-ইউটিএস ব্যবস্থার সার্বিক কার্যকারিতা, ডিজিটাল টিকিটিং কাউন্টার ও কিয়স্কগুলির কাজকর্ম পর্যবেক্ষণ করেন। মেলা চলাকালীন অতিরিক্ত ভিড় সামাল দিতে প্রযুক্তিগতভাবে ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে কি না, তা নিয়ে কর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি। পাশাপাশি সম্ভাব্য প্রযুক্তিগত সমস্যাগুলি আগেভাগেই চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ দেন।শ্রী মীণা স্পষ্ট জানান, ফিজিক্যাল টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন এড়াতে ডিজিটাল টিকিটিং ব্যবস্থার ব্যাপক প্রচার অত্যন্ত জরুরি। এজন্য সংশ্লিষ্ট আধিকারিকদের যাত্রীদের মধ্যে এম-ইউটিএস ব্যবহারে উৎসাহিত করার নির্দেশ দেওয়া হয়।গঙ্গাসাগর মেলার প্রস্তুতির অংশ হিসেবে ভিড় ব্যবস্থাপনা, যাত্রী পরিষেবা জোরদার করা এবং অতিরিক্ত সহায়তা ডেস্ক মোতায়েনেরও নির্দেশ দেন সিনিয়র ডি.সি.এম। তিনি বলেন, প্রবীণ নাগরিক ও দিব্যাঙ্গ যাত্রীদের সুবিধাকে অগ্রাধিকার দিয়েই স্টেশনের সার্বিক ব্যবস্থা পরিচালনা করতে হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande