কাছারি বাবা মন্দিরে ৪৮ ঘণ্টার অখণ্ড ভজন-কীর্তন ও বিশাল ভাণ্ডারের আয়োজন
পূর্ব সিংভূম, ৩১ ডিসেম্বর (হি.স.): প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বিস্তুপুরে জুবিলি পার্ক সংলগ্ন পুরাতন কোর্ট প্রাঙ্গণে অবস্থিত শ্রী শ্রী চন্দ্রমৌলেশ্বর মহাদেব (কাছারি বাবা) মন্দিরে ৪৮ ঘণ্টার অখণ্ড ভজন-কীর্তন ও বিশাল ভা
কাছারি বাবা মন্দিরে ৪৮ ঘণ্টার অখণ্ড ভজন-কীর্তন ও বিশাল ভাণ্ডারের আয়োজন


পূর্ব সিংভূম, ৩১ ডিসেম্বর (হি.স.): প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বিস্তুপুরে জুবিলি পার্ক সংলগ্ন পুরাতন কোর্ট প্রাঙ্গণে অবস্থিত শ্রী শ্রী চন্দ্রমৌলেশ্বর মহাদেব (কাছারি বাবা) মন্দিরে ৪৮ ঘণ্টার অখণ্ড ভজন-কীর্তন ও বিশাল ভাণ্ডারের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি জানান, নতুন বছরের আগমন ও পুরনো বছরের বিদায়ের সময় যুব সমাজের মধ্যে নেশার প্রবণতা বেড়ে যায়, যা সমাজ ও ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। সেই কারণেই প্রতিবছরের মতো এ বছরও ভজন-কীর্তন ও ভাণ্ডারের আয়োজন করা হয়েছে, যাতে যুবসমাজ সনাতন সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ঐতিহ্য সম্পর্কে সচেতন হয় এবং নেশামুক্ত, ইতিবাচক জীবনধারা গ্রহণ করে।

তিনি আরও বলেন, এই অনুষ্ঠান শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, বরং সামাজিক সচেতনতার একটি প্রচেষ্টা। ভক্তি, সেবা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। মন্দির প্রাঙ্গণে টানা ৪৮ ঘণ্টা ভজন-কীর্তন চলবে এবং ভক্তদের জন্য অখণ্ড ভাণ্ডারের ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভাণ্ডারে হাজার হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করবেন।

অনুষ্ঠান উপলক্ষে মন্দির প্রাঙ্গণ সুসজ্জিত করা হয়েছে এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয়েছে

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande