দেরাদুনে বর্ণবাদী হামলায় ত্রিপুরার ছাত্রের মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে সরব তিপ্রা মথা
আগরতলা, ৩১ ডিসেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের দেরাদুনে নৃশংস বর্ণবাদী হামলার শিকার হয়ে ত্রিপুরার যুবক অ্যাঞ্জেল চাকমার মৃত্যু নিয়ে ক্ষোভে ফুঁসছে তিপ্রা মথা পার্টি। বুধবার আগরতলার চন্দ্র মহলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের নেতা রাজেশ্বর দেববর্মা ও সি.ক
অ্যাঞ্জেল চাকমা


আগরতলা, ৩১ ডিসেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের দেরাদুনে নৃশংস বর্ণবাদী হামলার শিকার হয়ে ত্রিপুরার যুবক অ্যাঞ্জেল চাকমার মৃত্যু নিয়ে ক্ষোভে ফুঁসছে তিপ্রা মথা পার্টি। বুধবার আগরতলার চন্দ্র মহলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের নেতা রাজেশ্বর দেববর্মা ও সি.কে. জামাতিয়া সহ অন্যান্য নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানান।

দলের পক্ষ থেকে জানানো হয়, ৯ ডিসেম্বর সেলাকুই এলাকায় গৃহস্থালীর সামগ্রী কিনতে গিয়ে অ্যাঞ্জেল চাকমা ও তাঁর ভাই বর্ণবাদী মন্তব্যের শিকার হন। প্রতিবাদ জানালে একদল মদ্যপ লোক রড ও ছুরি নিয়ে তাঁদের উপর হামলা চালায়। দেরাদুনের হাসপাতালে ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন ২৪ বছর বয়সী অ্যাঞ্জেল চাকমা। প্রত্যক্ষদর্শীদের বরাতে নেতারা জানান, মৃত্যুর আগে তাঁর শেষ বাক্য ছিল— “আমি চীনা নই… আমি একজন ভারতীয়।”

সাংবাদিক সম্মেলনে তিপ্রা মথা নেতারা অভিযোগ করেন, উত্তরাখণ্ড পুলিশ প্রথমে অভিযোগ দায়ের করতে অনীহা দেখায়। পরে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ কৃতি দেববর্মার হস্তক্ষেপে এফআইআর দায়ের হয়। তাঁরা বলেন, দলের যুব সংগঠন ওয়াইটিএফ ও টিআইএসএফ-এর মশাল মিছিলসহ ধারাবাহিক প্রতিবাদ এবং তিপ্রা মথা দলের ল প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেববর্মার উদ্যোগে বিষয়টি জাতীয় পর্যায়ে আলোচনায় আসে।

নেতারা ত্রিপুরা ও উত্তরাখণ্ড—উভয় সরকারের কাছে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, জাতিগত বিদ্বেষমূলক সহিংসতার কারণে একজন ছাত্রের এই মৃত্যু লজ্জাজনক ও অগ্রহণযোগ্য। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ ও পদ্ধতিগত পরিবর্তন জরুরি বলেও তাঁরা মন্তব্য করেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande