নববর্ষ উপলক্ষে জামশেদপুরে কড়া নিরাপত্তা
জামশেদপুর, ৩১ ডিসেম্বর (হি.স.): ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে ঝাড়খণ্ডের জামশেদপুর জেলা পুলিশ নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করেছে। শহরে বাড়তি ভিড়, পিকনিক স্পট ও মধ্যরাত পর্যন্ত চলা উদযাপনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
নববর্ষে জামশেদপুরে কড়া নিরাপত্তা, জনসমাগমস্থলে পুলিশের বিশেষ নজরদারি


জামশেদপুর, ৩১ ডিসেম্বর (হি.স.): ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে ঝাড়খণ্ডের জামশেদপুর জেলা পুলিশ নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করেছে। শহরে বাড়তি ভিড়, পিকনিক স্পট ও মধ্যরাত পর্যন্ত চলা উদযাপনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শহরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে সিটি এসপি এলাকায় ফ্ল্যাগ মার্চ করেন। এই সময় তাঁর সঙ্গে সিসিআর ও ট্রাফিক ডিএসপি, সাকচি ও বিস্তুপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকসহ বিপুল সংখ্যক পুলিশকর্মী উপস্থিত ছিলেন। ফ্ল্যাগ মার্চটি সাকচির এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করে জুবিলি পার্ক পর্যন্ত যায়। সেখানে সিটি এসপি নিরাপত্তা ব্যবস্থার খোঁজ খবর নেন এবং কর্তব্যরত পুলিশকর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেন।

বুধবার সিটি এসপি জানান, ৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে ১ জানুয়ারি পর্যন্ত শহরের বিভিন্ন অনুষ্ঠানস্থল, পিকনিক স্পট ও জনসমাগম এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে জেলা পুলিশ সম্পূর্ণ প্রস্তুত। সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং কোনও রকম আইনভঙ্গ বরদাস্ত করা হবে না।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই সময়ে শহরের বিভিন্ন স্থানে মোট ৩২টি চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে যানবাহন তল্লাশি চালানো হবে। হেলমেটবিহীন, বেপরোয়াভাবে, মত্ত অবস্থায় গাড়ি চালানো ও দুজনের অধিক বাইকে বসলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধেও কঠোর নজরদারি থাকবে।

নববর্ষে পিকনিক স্পটগুলিতে বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে সেখানে বিশেষ নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। ডিএসপি স্তরের আধিকারিকরা নিয়মিত নজরদারি চালাবেন। এছাড়াও অসামাজিক কার্যকলাপ, ইভটিজিং, অবৈধ মদ্যপান ও নেশা সংক্রান্ত অপরাধ রুখতে সাদা পোশাকে পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande