
কোরবা, ৩১ ডিসেম্বর (হি.স.): ছত্তিশগড়ের কোরবা জেলার করতলা থানার অন্তর্গত গ্রাম বোতলির আশ্রিত গ্রাম টেঙ্গরমারে সাপের কামড়ে আট মাসের অন্তঃসত্ত্বা এক মহিলার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ঘটনার পর প্রশাসনের তরফে তদন্ত শুরু করা হয়েছে।
বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম রাধিকা মাঞ্জি (২৩)। মঙ্গলবার দুপুরে খাবার খাওয়ার পর তিনি বাড়ির উঠোনে থাকা বাথরুমের দিকে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ তাঁর পা একটি সাপের ওপর পড়ে যায়। সাপটি পরপর তিনবার তাঁকে কামড় দেয়। মহিলার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এলেও ততক্ষণে সাপটি ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে।
পরিবারের লোকজন দ্রুত রাধিকাকে করতলা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান, যেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে জেলা মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তাঁর মৃত্যু হয়।
মৃতার স্বামী জানান, তাঁদের বিয়ে হয়েছিল মাত্র ১০ মাস আগে। রাধিকা মূলত দর্গা কেরাকাছড় গ্রামের বাসিন্দা ছিলেন এবং আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গর্ভাবস্থায় তিনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
পরিবারের সদস্যদের দাবি, গত কয়েকদিন ধরে বাড়ির আশপাশের বাগান এলাকায় সাপ দেখা যাচ্ছিল। কৃষিকাজ ও দিনমজুরির মাধ্যমে সংসার চালাতেন মৃতার স্বামী। ঘটনার পর পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার খবর পেয়ে জেলা হাসপাতাল ফাঁড়ির পুলিশ বিষয়টি রাজস্ব আধিকারিকে জানায়। রাজস্ব আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যদের বয়ান নথিভুক্ত করেছেন। প্রশাসনের তরফে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য