
মোরাদাবাদ, ৩১ ডিসেম্বর (হি.স.) : অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার মোরাদাবাদের রামগঙ্গা বিহারের ওম শিব হরি মনোকামনা মন্দির থেকে এক ভব্য কলশযাত্রার আয়োজন করা হয়। ধর্মীয় আবহে অনুষ্ঠিত এই যাত্রায় ২৫১ জন মহিলা পীতাম্বর বস্ত্র (হলুদ রঙের পোশাক) পরিধান করে মাথায় কলশ নিয়ে ভক্তিগীতের তালে অংশ নেন।
কলশযাত্রাটি বি-ব্লকের মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সি-ব্লক, সোনকপুর স্টেডিয়াম রোড, ইডব্লিউএস ব্লক, ট্রিপল স্টোরি ও এফ-ব্লক পরিক্রমা করে পুনরায় মন্দিরে এসে সমাপ্ত হয়। যাত্রাপথে বিভিন্ন স্থানে পুষ্পবৃষ্টির মাধ্যমে কলশ যাত্রীদের অভ্যর্থনা জানানো হয়।
সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে উত্তরাখণ্ডের কাশীপুর থেকে আগত নিশা অরোরা সংকীর্তন মণ্ডলীর পরিবেশনায় সংগীতময় ভজন-সংকীর্তন অনুষ্ঠিত হয়। পূজা পরিচালনা করেন পণ্ডিত হরিশচন্দ্র জোশী। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন মন্দির কমিটির প্রবন্ধক বেদ প্রকাশ ধিংড়া, গোপাল সিং, নিমিত্ত জয়সওয়াল প্রমুখ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য