
আগরতলা, ৩১ ডিসেম্বর (হি.স.) : আগরতলার গুরখাবস্তি এলাকায় বুধবার সকালে একটি গাড়ি দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। টিআর-০১-বিইউ-০৭৯৯ নম্বরের গাড়িটি আচমকা স্টিয়ারিং লক হয়ে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দুর্ঘটনার কবলে পড়ে।
প্রাথমিক তদন্তে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত, এতে কোনও প্রাণহানি বা গুরুতর আহতের ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ শব্দ শুনে তারা ছুটে এসে চালককে নিরাপদে বের করে আনেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িটির প্রযুক্তিগত দিক পরীক্ষা করে দেখা হচ্ছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট দফতরগুলিকে যানবাহনের যান্ত্রিক নিরাপত্তা আরও জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনায় বড় ক্ষতি না হওয়ায় এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেললেও, সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ