খাবারের সন্ধানে গ্রামে ঢুকে গোয়ালঘরে হানা, তিন বস্তা ধান সাবাড় করল হাতি
ঝাড়গ্রাম, ৩১ ডিসেম্বর (হি.স.): খাবারের সন্ধানে গ্রামে ঢুকে গোয়ালঘরে মজুত থাকা ধানের বস্তা সাবাড় করল একটি দলছুট হাতি। বুধবার ভোরে এই ঘটনাটি ঘটে লালগড় রেঞ্জের আমলিয়া গ্রামে। ঘটনায় গোয়ালঘরের একাংশ ভেঙে পড়েছে বলে অভিযোগ। বন দফতর ও স্থানীয় সূত্রে জানা
খাবারের সন্ধানে গ্রামে ঢুকে গোয়ালঘরে হানা, তিন বস্তা ধান সাবাড় করল হাতি


ঝাড়গ্রাম, ৩১ ডিসেম্বর (হি.স.): খাবারের সন্ধানে গ্রামে ঢুকে গোয়ালঘরে মজুত থাকা ধানের বস্তা সাবাড় করল একটি দলছুট হাতি। বুধবার ভোরে এই ঘটনাটি ঘটে লালগড় রেঞ্জের আমলিয়া গ্রামে। ঘটনায় গোয়ালঘরের একাংশ ভেঙে পড়েছে বলে অভিযোগ।

বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালগড় রেঞ্জের কামরাঙ্গীর জঙ্গল থেকে একটি দলছুট হাতি মঙ্গলবার রাত আনুমানিক ১১টা নাগাদ আমলিয়া গ্রামে ঢুকে পড়ে। প্রথমে হাতিটি বিধান মাহাতো নামে এক গ্রামবাসীর ধানের গাদায় হানা দেয়। গ্রামবাসীরা তৎপর হয়ে হাতিটিকে তাড়িয়ে দিতে সক্ষম হন।

তবে ভোররাতে ফের হাতিটি গ্রামে ঢুকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতোর ভাই অনিল মাহাতোর গোয়ালঘরে হানা দেয় বলে অভিযোগ। জানা গিয়েছে, তাঁদের পুরনো বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত ওই গোয়ালঘরে চাষের জন্য ধান বস্তায় করে মজুত রাখা ছিল। হাতিটি গোয়ালঘরের একাংশ ভেঙে তিন বস্তা ধান খেয়ে ফেলে।

অনিল মাহাতোর ছেলে অরূপ মাহাতো বলেন, “গোয়ালঘরের একদিকে গরু বাঁধা ছিল এবং অন্যদিকে ধান বস্তায় করে রাখা ছিল। হাতিটি ধান খাওয়ার পাশাপাশি গোয়ালঘরের একটি অংশ ভেঙে দেয়।”

ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বন দফতরকে বিষয়টি জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা গ্রামে হাতির উপদ্রব রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande