
সাম্বা, ৩১ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার ফুলপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্তের কাছে মঙ্গলবার রাতে একটি সন্দেহজনক ড্রোনের গতিবিধি লক্ষ্য করা যাওয়ায় নিরাপত্তা সংস্থাগুলি সতর্কতা জারি করেছে।
সরকারি সূত্রে বুধবার জানানো হয়েছে, ড্রোনটি কয়েক মিনিট ধরে ওই এলাকায় চক্কর দিতে দেখা যায়। এরপরই নিরাপত্তা বাহিনীকে অবিলম্বে সতর্ক করা হয়। ঘটনার পর এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে এবং ড্রোনটির সম্ভাব্য উড়ান পথ খতিয়ে দেখা হচ্ছে।
নিরাপত্তা বাহিনী গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য