
নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি. স.): দিল্লির উত্তর-পূর্ব জেলার শাস্ত্রী পার্ক এলাকায় মঙ্গলবার গভীর রাতে এক যুবককে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের পাঠায়।
বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম ওয়াসিম। শাস্ত্রী পার্কেরই বাসিন্দা তিনি| প্রাথমিক তদন্তে জানা যায়, ডিডিএ পার্কের পিছনে লুপ সংলগ্ন এলাকায় ওয়াসিমের ওপর ছুরি জাতীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর শাস্ত্রী পার্ক থানায় হত্যার মামলা রুজু করা হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য