
শিলিগুড়ি, ৩১ ডিসেম্বর (হি.স.) : শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ অভিযান চালিয়ে সিকিম থেকে আনা লক্ষ লক্ষ টাকার মদ উদ্ধার করেছে। এই ঘটনায় ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃত চালকের নাম অভিষেক বিশ্বকর্মা, সিকিমের রংপুরের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর গভীর রাতে একটি কার্টুনের ভেতরে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ মদ সিকিম থেকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। শিলিগুড়ি পৌঁছানোর আগেই, সন্দেহ হওয়ায় ভক্তিনগর থানার পুলিশ একটি চেকপোস্টে সিকিমের রেজিস্ট্রেশন নম্বরযুক্ত ট্রাকটিকে থামায়। তল্লাশির সময় ট্রাক থেকে আট পেটি সিকিমে তৈরি মদ উদ্ধার করা হয়। পুলিশের মতে, বাজেয়াপ্ত মদের বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ যখন বৈধ কাগজপত্র চায়, তখন চালক কোনও কাগজপত্র দেখাতে পারেনি। এরপর, পুলিশ অবৈধ মদ পাচারের অভিযোগে চালককে গ্রেফতার করে। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার তাকে জলপাইগুড়ি আদালতে হাজির করানো হয়।
হিন্দুস্থান সমাচার / সোনালি