শ্রীনগর বিমানবন্দরে খারাপ আবহাওয়ার জেরে বাতিল ৬টি উড়ান
শ্রীনগর, ৩১ ডিসেম্বর (হি.স.): খারাপ আবহাওয়া ও পরিচালনাগত সমস্যার জেরে বুধবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরে আগমন ও প্রস্থানের মোট ছ’টি উড়ান বাতিল করা হয়েছে। উত্তর ভারতের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিমানবন
জম্মু ও কাশ্মীরের উঁচু এলাকায় মেঘলা আকাশ, তুষারপাতের পূর্বাভাস


শ্রীনগর, ৩১ ডিসেম্বর (হি.স.): খারাপ আবহাওয়া ও পরিচালনাগত সমস্যার জেরে বুধবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরে আগমন ও প্রস্থানের মোট ছ’টি উড়ান বাতিল করা হয়েছে। উত্তর ভারতের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আবহাওয়াজনিত কারণে ইন্ডিগোর ১টি, এয়ার ইন্ডিয়ার ৩টি এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ১টি উড়ান বাতিল হয়েছে। পাশাপাশি, পরিচালনাগত সমস্যার কারণে স্পাইসজেটের ১টি উড়ান বাতিল করা হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে উড়ানের অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়াও, জম্মু বিমানবন্দরে খারাপ আবহাওয়ার আশঙ্কায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের শ্রীনগর–দিল্লি রুটের একটি উড়ানও বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে যাত্রীদের পুনরায় বুকিং ও সহায়তার জন্য এয়ারলাইনের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে ।

এদিকে, ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (এ এ আই) ঘন কুয়াশার কারণে উত্তর ভারতের কয়েকটি বিমানবন্দরে দৃশ্যমানতা কমে যাওয়ার সতর্কতা জারি করেছে। যাত্রীদের উড়ানের আপডেট নিয়মিত দেখতে এবং নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande