
গাজোল, ৩১ ডিসেম্বর (হি. স.) : মালদার গাজোল শহরের অভিজাত এলাকা নেতাজী সুভাষ পল্লীতে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে সকালবেলা সিঁড়ি ঘরের দরজা খুলতে এসে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন বাড়ির মালিক। এই দৃশ্য দেখার পরই তিনি খবর দেন পুলিশে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন গাজোল থানার পুলিশ। তদন্ত করতে আসেন খোদ থানার আইসি আশিস কুন্ডু। প্রাথমিক তদন্তের পর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঠিক কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম অনুরাগ পান্ডে (৫২)। বাড়ি উত্তর প্রদেশ। একটি টাওয়ার কোম্পানির ইঞ্জিনিয়ার পদে ছিলেন ওই ব্যক্তি।
বাড়ির মালিক মৃণাল রায় বলেন, ‘ অনুরাগ বাবু আমাকে ডেকে নিয়ে আসেন। ওনার সঙ্গে গভীর রাত পর্যন্ত মদ্যপান করি। রাত আনুমানিক পৌনে দু’টো নাগাদ আমি ঘুমোতে চলে আসি। তারপর অনুরাগ বাবু একাই ঘরে বসে মদ্যপান করছিলেন। এরপর সকালবেলা সিঁড়ি ঘরের দরজা খুলতে এসে দেখি তিনি সিঁড়ির উপর পড়ে রয়েছেন। নাকমুখ দিয়ে বেরিয়ে এসেছে রক্ত। সঙ্গে সঙ্গে বিষয়টি আমি থানাতে জানাই। অনুরাগ বাবুর পরিবারকেও ফোনের মাধ্যমে খবর দেওয়া হয়।’
হিন্দুস্থান সমাচার / সোনালি