
আগরতলা, ৩১ ডিসেম্বর (হি.স.) : আগরতলার বনমালিপুর বিধানসভা কেন্দ্রের কলেজটিলায় ঈশ্বর পাঠশালা ইংলিশ মিডিয়াম স্কুল ও ঈশ্বর পাঠশালা ট্রাস্টের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হল বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় বাসিন্দাদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান।
অনুষ্ঠানে শিক্ষাগত উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ত্রিপুরার ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির সমৃদ্ধ চিত্র তুলে ধরা হয়।
বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, “শিক্ষাই অগ্রগতির ভিত্তি। আজকের শিক্ষার্থীরা ত্রিপুরার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। তাদের প্রতিটি সাফল্যই আমাদের গর্ব।” এছাড়াও তিনি ঈশ্বর পাঠশালা ট্রাস্টের ভূমিকার প্রশংসা করে বলেন, “তরুণ প্রজন্মকে সামগ্রিক বিকাশের সুযোগ করে দিতে ট্রাস্টের উদ্যোগ রাজ্যের অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুপ্রেরণাদায়ক।”
ঈশ্বর পাঠশালা ট্রাস্ট কমপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সৃজনশীলতা তুলে ধরার ক্ষেত্র তৈরি করাই তাদের প্রধান লক্ষ্য। প্রতি বছরের মত এবারও এই অনুষ্ঠান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস নিয়ে আসে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ