
উদয়পুর (ত্রিপুরা), ৩১ ডিসেম্বর (হি.স.) : বছরের শেষ লগ্নে গোমতী জেলার উদয়পুর শহরে ফের এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে, যা সাধারণ মানুষের মধ্যে ভয় ও শোকের ছায়া ফেলেছে। উদয়পুর রাজধরনগর মরা চৌহমুহনি এলাকায় মঙ্গলবার রাতে বাইক দুর্ঘটনায় নবজীত আচার্জি নামে যুবক নিহত হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নবজীত আচার্জি তাঁর বাইকে বন্ধু সুমন দাসকে নিয়ে উদয়পুর থেকে সিপাহীজলা জেলার সোনামুড়ায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে মরা চৌমুহনি এলাকায় পৌঁছানোর সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দুটি বিদ্যুতের খুঁটির মধ্যে ধাক্কা লাগে। প্রচণ্ড আঘাতে দু’জনই রাস্তায় ছিটকে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে উদয়পুর অগ্নি নির্বাপক দফতরের সহায়তায় গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা জানান, গুরুতর আঘাতের কারণে নবজীত আচার্জির মৃত্যু হয়েছে। গুরুতর আহত সুমন দাস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হলেও স্থিতিশীল রয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে। দুর্ঘটনাস্থলের রাস্তা, যানবাহনের গতি ও নিরাপত্তা ব্যবস্থা সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর নবজীত আচার্জির মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ