বছরের শেষ দিনেও কেদারনাথে তুষারপাতের দেখা নেই
রুদ্রপ্রয়াগ, ৩১ ডিসেম্বর (হি.স.) : ডিসেম্বর মাস শেষ হয়ে গেলেও হিমালয় ঘেরা কেদারনাথ ধামে এখনও পর্যন্ত তুষারপাত না হওয়ায় বিরল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাধারণত এই সময়ে ধাম ও সংলগ্ন এলাকায় ঘন তুষারপাত হলেও চলতি বছরে তার ব্যতিক্রম দেখা গেছে। ফলে
বছরের শেষ দিনেও কেদারনাথে তুষারপাতের দেখা নেই


রুদ্রপ্রয়াগ, ৩১ ডিসেম্বর (হি.স.) : ডিসেম্বর মাস শেষ হয়ে গেলেও হিমালয় ঘেরা কেদারনাথ ধামে এখনও পর্যন্ত তুষারপাত না হওয়ায় বিরল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাধারণত এই সময়ে ধাম ও সংলগ্ন এলাকায় ঘন তুষারপাত হলেও চলতি বছরে তার ব্যতিক্রম দেখা গেছে। ফলে নতুন বছরে তুষারপাতের আশায় তাকিয়ে রয়েছেন প্রশাসন ও ধর্মপ্রাণ মানুষজন।

তুষারপাত না হওয়ায় কেদারনাথ ধামে পুনর্নির্মাণ কাজ এখনও চলমান রয়েছে। একই সঙ্গে মন্দির চত্বর ও সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও করা হচ্ছে। যদিও ধামে কড়া শীতের দাপট অব্যাহত রয়েছে। বর্তমানে সীমিত সংখ্যক শ্রমিক, সাধু-সন্তের পাশাপাশি আইটিবিপি ও পুলিশের জওয়ানরা সেখানে মোতায়েন রয়েছেন।

বুধবার আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বরের শেষদিকে পার্বত্য অঞ্চলে আবহাওয়ার অবনতি ঘটেছে। হিমালয় অঞ্চলে তুষারপাত এবং নিচু এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে, যার ফলে শীত আরও বাড়তে পারে।

এদিকে, রুদ্রপ্রয়াগ জেলার পুলিশ সুপার জানিয়েছেন, কেদারনাথ ধামের নিরাপত্তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, গৌরীকুণ্ডের পর ধামের দিকে সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র অনুমোদিত শ্রমিকদেরই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande