বুন্ডেসলিগা: হ্যারি কেইনের হ্যাটট্রিক, জয় পেল বায়ার্ন মিউনিখ
মিউনিখ, ৭ ডিসেম্বর(হি.স.): প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে বুন্ডেসলিগার ম্যাচটি ৫-০ গোলে জিতেছে বায়ার্ন স্টুটগার্টের বিপক্ষে। বদলি নেমে ২২ মিনিটে হ্যাটট্রিক করেন হ্যারি কেইন। বাকি গোল দুটি করেন কনরাড লাইমার ও ইয়োসিপ। এবারের বুন্ডেসলিগায় এই নিয়ে তিনট
বুন্ডেসলিগা:  হ্যারি কেইনের হ্যাটট্রিক, জয় পেল বায়ার্ন মিউনিখ


মিউনিখ, ৭ ডিসেম্বর(হি.স.): প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে বুন্ডেসলিগার ম্যাচটি ৫-০ গোলে জিতেছে বায়ার্ন

স্টুটগার্টের বিপক্ষে। বদলি নেমে ২২ মিনিটে হ্যাটট্রিক করেন হ্যারি কেইন। বাকি গোল দুটি করেন কনরাড লাইমার ও ইয়োসিপ।

এবারের বুন্ডেসলিগায় এই নিয়ে তিনটি হ্যাটট্রিক করলেন ইংলিশ তারকা। লিগে ১৩ ম্যাচ খেলে তার গোল হল ১৭টি আর চলতি মরসুমে বায়ার্নের জার্সিতে সব মিলিয়ে তার গোল হলো ২২ ম্যাচে ২৮টি!

২০২৩ সালে মিউনিখে পাড়ি জমানো কেইনের বুন্ডেসলিগায় এই নিয়ে ৭৬ ম্যাচে গোল হলো ৭৯টি! এর সঙ্গে ২১টি অ্যাসিস্টও করেছেন তিনি।

১৩ ম্যাচে ১২ জয় ও ১ ড্রয়ে বায়ার্নের পয়েন্ট হলো ৩৭। ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লাইপজিগ। ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে স্টুটগার্ট।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande