
কলকাতা, ৭ ডিসেম্বর (হি.স.) :রোহিত শর্মা ও বিরাট কোহলির ২০২৫-এর পরিক্রমা শেষ। এবার শুরু ২০২৬ সালের পরিক্রমা। ২০২৬ সালের জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ দিয়ে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পরিক্রমা শুরু হবে।
শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কোহলি এবং রোহিত তাদের ২০২৫ সালের আন্তর্জাতিক সূচিপত্র শেষ করেছেন।
দক্ষিণ আফ্রিকা সিরিজ জুড়ে দুই তারকা ব্যাটসম্যানই দুর্দান্ত ছন্দে ছিলেন। প্রথম দুটি ওয়ানডেতে কোহলি টানা সেঞ্চুরি করেছিলেন, যথাক্রমে ১৩৫ এবং ১০২। আর বিশাখাপত্তনমের তৃতীয় ওয়ানডেতে করলেন অপরাজিত ৬৫ রান। আর রোহিত প্রথম ম্যাচে ৫৭, দ্বিতীয় ম্যাচে ১৪ এবং সিরিজের নির্ণায়ক ম্যাচে ৭৫ রান করেছেন।
ভারত পরবর্তীতে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ১১ জানুয়ারি ভদোদরায়, এরপর রাজকোট এবং ইন্দোরে।
তবে কোহলি এবং রোহিত উভয়েরই ডিসেম্বরের নিজ নিজ রাজ্য দিল্লি ও মুম্বই এর হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলার সম্ভাবনা রয়েছে।
এই বছরের জানুয়ারী থেকে, বিসিসিআই তার সমস্ত খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচে তৈরি হওয়ার জন্য ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশ দিয়েছে এবং এই বছরের শুরুতে, বিরাট এবং রোহিত দুজনেই রাজ্য দল দিল্লি এবং মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির একটি খেলায় অংশ নিয়েছিলেন।
এখনও, দুজনেই ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলতে চায়, তাই তাদের নিয়মিতভাবে বিজয় হাজারে ট্রফিতে খেলতে হবে। তাই কোহলি এবং রোহিত মুম্বই ও দিল্লির হয়ে খেলবেন। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি