
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি ৯-১২ ডিসেম্বর ২০২৫ ব্রাজিল সফরে সেদেশের উদ্দেশে রওনা হয়েছেন।
তাঁর এই সফর ভারত ও ব্রাজিলের নৌবাহিনীর অংশীদারিত্ব আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।
সফরে নৌসেনা প্রধান ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রী জোসে মুসিয়ো, সেদেশের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল রেনাটো রড্রিগজ ডে আগুইয়ার ফ্রেইরে, এবং নৌসেনা প্রধান অ্যাডমিরাল মার্কোস স্যাম্পাইও ওলসেন- এর সঙ্গে বৈঠক করবেন। আলোচনা হবে সমুদ্র পরিসরে দু’দেশের কর্মকাণ্ডের ক্ষেত্রে অগ্রাধিকারের নানা বিষয়, পারস্পরিক আদান-প্রদান, দক্ষতা বৃদ্ধি এবং বহুপাক্ষিক মঞ্চে সহযোগিতা নিয়ে।
ভারতের নৌসেনা প্রধান ব্রাজিলের নৌবাহিনীর বিভিন্ন কেন্দ্র এবং শিপইয়ার্ডও পরিদর্শন করবেন।
এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ