রাজস্থানের সিকারে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৩, আহত ২৮ জন
সিকার, ১০ ডিসেম্বর (হি.স.): রাজস্থানের সিকার জেলায় স্লিপার বাস এবং ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়াও কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাত ১১টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে জয়পুর-বিকানের জাতীয় সড়কের ওপর ফতেহপুরের কাছে। ফতেহপুরে স্টেশন
রাজস্থানের সিকারে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৩, আহত ২৮ জন


সিকার, ১০ ডিসেম্বর (হি.স.): রাজস্থানের সিকার জেলায় স্লিপার বাস এবং ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়াও কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাত ১১টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে জয়পুর-বিকানের জাতীয় সড়কের ওপর ফতেহপুরের কাছে। ফতেহপুরে স্টেশন হাউস অফিসার মহেন্দ্র কুমার বুধবার সকালে বলেন, স্লিপার বাসে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন। তাঁরা বৈষ্ণোদেবী থেকে ফিরেছিলেন এবং খাটু শ্যামজির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

মহেন্দ্র কুমার আরও বলেন, মঙ্গলবার গভীর রাত ১১টা নাগাদ জয়পুর-বিকানের জাতীয় সড়কের ওপর ফতেহপুরের কাছে একটি স্লিপার বাস এবং ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande