ব্রাজিল সফরে নৌসেনা প্রধান, সাক্ষাৎ সে দেশের নেভি কমান্ডারের সঙ্গে
নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): ব্রাজিল সফরে রয়েছেন নৌসেনা প্রধান প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। তিনি ব্রাজিলের নৌসেনা কমান্ডার অ্যাডমিরাল মার্কোস সাম্পাইও ওলসেনের সঙ্গে দেখা করেছেন। এ বিষয়ে নৌসেনা বুধবার জানিয়েছে, ভারত-ব্রাজিল নৌবাহিনীর ক্রম
ব্রাজিল সফরে নৌসেনা প্রধান, সাক্ষাৎ সে দেশের নেভি কমান্ডারের সঙ্গে


নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): ব্রাজিল সফরে রয়েছেন নৌসেনা প্রধান প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। তিনি ব্রাজিলের নৌসেনা কমান্ডার অ্যাডমিরাল মার্কোস সাম্পাইও ওলসেনের সঙ্গে দেখা করেছেন। এ বিষয়ে নৌসেনা বুধবার জানিয়েছে, ভারত-ব্রাজিল নৌবাহিনীর ক্রমবর্ধমান সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আলোচনা হয়েছে, যার মধ্যে রয়েছে অপারেশনাল অংশগ্রহণ, প্রশিক্ষণ বিনিময়, হাইড্রোগ্রাফিক সহযোগিতা, তথ্য ভাগাভাগি এবং সামুদ্রিক ক্ষেত্র সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপায়। প্রতিরক্ষা শিল্প, প্রযুক্তি উন্নয়ন, উদ্ভাবন, সেরা অনুশীলন বিনিময় এবং দুই নৌবাহিনীর মধ্যে সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগও আলোচনা করা হয়েছে। স্করপিন-শ্রেণীর সাবমেরিন রক্ষণাবেক্ষণের জন্য ভারত-ব্রাজিলের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরও হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande