
শিমলা, ১০ ডিসেম্বর (হি.স.): শীতে কাঁপছে সমগ্র হিমাচল প্রদেশে। শিমলা, মানালি, কুল্লুতে কনকনে ঠান্ডা। এমতাবস্থায় আগামী ১৪ ডিসেম্বর হিমাচল প্রদেশের উঁচু পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাচল প্রদেশের উঁচু পাহাড়ে আগামী ১৪ ডিসেম্বর হালকা তুষারপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত কুল্লু, কিন্নৌর, চাম্বা এবং লাহৌল-স্পিতির বিভিন্ন স্থানে এর প্রভাব দেখা যাবে। হিমাচলের বাকি অংশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত হিমাচলের সমস্ত জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। বাড়বে শীতের দাপট। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, যদিও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ