ভোট চুরি দেশের সবচেয়ে বড় বিপর্যয় : রাহুল গান্ধী
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.) : মঙ্গলবার লোকসভায় ভোট ও নির্বাচনী সংস্কারের বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেন্দ্র সরকারের বিরুদ্ধে পুরনো অভিযোগই পুনর্ব্যক্ত করলেন। তিনি বলেন, “ভোট চুরি দেশের সবচেয়ে বড়
রাহুল গান্ধী


নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.) : মঙ্গলবার লোকসভায় ভোট ও নির্বাচনী সংস্কারের বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেন্দ্র সরকারের বিরুদ্ধে পুরনো অভিযোগই পুনর্ব্যক্ত করলেন। তিনি বলেন, “ভোট চুরি দেশের সবচেয়ে বড় বিপর্যয়। ভোটের সঙ্গে দেশের কাঠামো—সভা, সংসদ—সংযুক্ত।”

রাহুল কেন্দ্রকে নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণের চেষ্টা, ভোটার তালিকায় অনিয়ম এবং সিসিটিভি ফুটেজ সহজলভ্য করার দাবি না মানার অভিযোগে আক্রমণ করেন। তিনি বিশেষ করে হরিয়ানা ও বিহারের নির্বাচনী ঘটনা তুলে ধরে ভোট চুরির প্রমাণ দাবি করেন।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande