
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক জীবনে সংস্কৃতের দীর্ঘমেয়াদী প্রাসঙ্গিকতার উপর জোর দিয়ে এই প্রসঙ্গে দূরদর্শনের প্রাত্যহিক অনুষ্ঠান সুপ্রভাতম-এর উল্লেখ করেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন; “দূরদর্শনের প্রাত্যহিক প্রভাতী অনুষ্ঠান সুপ্রভাতম-এ প্রতিদিন একটি করে সংস্কৃত সুভাষিত প্রচার করা হয়। এর মাধ্যমে আমাদের মূল্যবোধ ও সংস্কৃতি একই বুননে বাঁধা পড়ে।”
এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ