
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের বিষয়ে সত্য নাদেলা এক্স মাধ্যমে জানান, ভারতের এআই সম্ভাবনা নিয়ে অনুপ্রেরণামূলক আলোচনার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ। ভারতে বিপুল বিনিয়োগের আশ্বাস দিয়েছেন সত্য।
প্রধানমন্ত্রী মোদী এক্স মাধ্যমে জানান, যখন এআই-এর কথা আসে, তখন বিশ্ব ভারত সম্পর্কে আশাবাদী! সত্য নাদেলার সঙ্গে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারতকে এমন একটি স্থান হিসেবে দেখে খুশি হলাম যেখানে মাইক্রোসফট এশিয়ার মধ্যে তাদের সর্ববৃহৎ বিনিয়োগ করবে। ভারতের তরুণরা এই সুযোগকে কাজে লাগিয়ে উন্নত গ্রহের জন্য এআই-এর শক্তিকে উদ্ভাবন করবে এবং কাজে লাগাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা