রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্সে ৫৭ কোটি টাকার ব্যাংক জালিয়াতির অভিযোগ
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.) : সিবিআই রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স লিমিটেড (আরসিএফএল) এবং এর প্রোমোটার ও এক অজ্ঞাত ব্যাংক আধিকারিকদের বিরুদ্ধে ৫৭.৪৭ কোটি টাকার ব্যাংক জালিয়াতির মামলা দায়ের করেছে। অভিযোগ, আরসিএফএল বেআইনি পরিকল্পনা ও জালিয়াত
সিবিআই


নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.) : সিবিআই রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স লিমিটেড (আরসিএফএল) এবং এর প্রোমোটার ও এক অজ্ঞাত ব্যাংক আধিকারিকদের বিরুদ্ধে ৫৭.৪৭ কোটি টাকার ব্যাংক জালিয়াতির মামলা দায়ের করেছে। অভিযোগ, আরসিএফএল বেআইনি পরিকল্পনা ও জালিয়াতির মাধ্যমে ব্যাংককে ক্ষতিগ্রস্ত করেছে।

মহারাষ্ট্র ব্যাংক ২৫ মার্চ ২০২০ সালে এআরসিএফএল-এর লোনকে এনপিএ ঘোষণা করেছিল এবং ৪ অক্টোবর ২০২৫-এ এটি জালিয়াতি হিসেবে চিহ্নিত করা হয়। কোম্পানি মোট ৩১টি ব্যাংক ও আর্থিক সংস্থা থেকে ৯,২৮০ কোটি টাকা ঋণ নিয়েছিল।

সিবিআই মুম্বই স্পেশাল কোর্ট থেকে তল্লাশি ওয়ারেন্ট নিয়ে মঙ্গলবার আরসিএফএল-এর অফিস ও পরিচালক দেবাংগ মোদির পুণে বাসভবনে তল্লাশি শুরু করেছে। তল্লাশি চলাকালীন বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। তল্লাশি এখনও চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande