সংসদের বাইরে মনীষীদের ছবি হাতে বিক্ষোভ তৃণমূলের
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই নামগুলি ঘিরে বাঙালির এক বিশেষ আবেগ রয়েছে। প্রধানমন্ত্রীর ''বঙ্কিম দা'' সম্বোধনের পর সোমবারই সংসদের বাইরে এবং ভিতরে গর্জে ওঠে তৃণমূল। সমাজমাধ্যমেও এই বিষয়ে প্রতিব
সংসদের বাইরে মনীষীদের ছবি হাতে বিক্ষোভ তৃণমূলের


নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই নামগুলি ঘিরে বাঙালির এক বিশেষ আবেগ রয়েছে। প্রধানমন্ত্রীর 'বঙ্কিম দা' সম্বোধনের পর সোমবারই সংসদের বাইরে এবং ভিতরে গর্জে ওঠে তৃণমূল। সমাজমাধ্যমেও এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে সরব হয় তারা। মঙ্গলবারও প্রতিবাদে সামিল তৃণমূল সাংসদরা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে এদিন সংসদের বাইরে প্রতিবাদ করতে দেখা যায় তাঁদের।

'বন্দে মাতরম' ইস্যুতে সরগরম জাতীয় রাজনীতি। এর মধ্যেই সোমবার বন্দে মাতরমের ১৫০ বছর উপলক্ষে লোকসভায় আলোচনা করতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। যা নিয়ে বক্তব্য চলাকালীনই প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস। আপত্তি তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। মঙ্গলবারও সকাল থেকে প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের প্রতিবাদে সংসদে সেন্ট্রাল হলের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল সাংসদরা। তবে এদিন বিক্ষোভ প্রতিবাদ ছিল মৌন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande